Mujibnagar Memorial, Meherpur

Mujibnagar Memorial
Mujibnagar, Meherpur

Location:
Located at a distance of about 14km from the town of Meherpur.First provisional revolutionary government of Bangladesh was declared here on 17 April during the liberation war in 1971. A monument has been built to commemorate the historical occasion. Facilities department is also constructing a tourist facilities center. 

Restaurant Facility: Kadargong Bazar distance 1km from Mujibnagar there have resturant facility.

Accommodation Facility:
There have accommodation facility. Zila Porishod dakbanglo (rest-house) Parjatan Motel( tourist motel), any one can stay there.

How To Go There:
Meherpur town to Mujibnagar Memorial by bus 15/= par head.
Dhaka to Mujibnagar Memorial by bus 250/= par head.
J R Paribahan, S M paribahan, Meherpur Deluxe.


The proclamation of independence (Mujibnagar,Bangladesh)

মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে। এর স্থপতি তানভীর করিম।

১৯৭১ সালের ২৬ শে মার্চের স্বাধীনতা ঘোষণার সময় বাংলাদেশে কার্যত কোন সরকার ছিলোনা । বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করা হলেও এবং তাকে সরকার প্রধান হিসাবে ঘোষণা দেয়া হলেও বাংলাদেশ সরকারের রূপরেখা ১৯৭১ এর ১০ই এপ্রিল পর্যন্ত স্পষ্ট ছিলোনা । ১৯৭১ সালের ১০ই এপ্রিল ১৯৭০ এর নির্বাচনে বিজয়ী জাতীয় পরিষদের সদস্যরা আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ সরকার গঠন করেন এবং এই সরকার ১৭ই এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার (যেটিকে পরে মুজিবনগর নামে নামকরণ করা হয়) একটি আমবাগানে শপথ গ্রহণ করেন । ১৭ই এপ্রিল শপথ নিলেও ১০ই এপ্রিল সরকার গঠনের পর সেইদিনই তারা স্বাধানতার ঘোষণাপত্র গ্রহণ করেন ।

মুজিবনগর সরকারের মন্ত্রীসভা

রাষ্ট্রপতি :- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি :- সৈয়দ নজরুল ইসলাম 
প্রধানমন্ত্রী :- তাজউদ্দীন আহমদ
পররাষ্ট্রমন্ত্রী :- খন্দকার মোশতাক আহমদ
অর্থমন্ত্রী :- মনসুর আলী
স্বরাষ্ট্রমন্ত্রী :- এইচ এম কামরুজ্জামান
প্রধান সেনাপতি :- এম এ জি ওসমানী
মুখ্য সচিব :- রুহুল কুদ্দুস
সংস্থাপনসচিব :- নূরুল কাদের খান
মন্ত্রিপরিষদসচিব :- এইচ টি ইমাম
তথ্যসচিব :- আবদুস সামাদ আনোয়ারুল হক খান
(১৪ অক্টোবর থেকে ) 
অর্থসচিব :- খোন্দকার আসাদুজ্জামান
পররাষ্ট্রসচিব :- মাহবুবুল আলম চাষী
স্বরাষ্ট্রসচিব :- এম এ খালেক
কৃষিসচিব :- নূরউদ্দিন আহমদ
প্রতিরক্ষাসচিব :- আবদুস সামাদ
আইনসচিব :- এ হান্নান চৌধুরী
শিক্ষা উপদেষ্টা :- কামরুজ্জামান এমএনএ
তথ্য, বেতার, ফিল্ম, আর্ট ও ডিজাইন বিভাগের দায়িত্বপ্রাপ্ত :- আবদুল মান্নান এমএনএ
পরিকল্পনা কমিশন চেয়ারম্যান :- ড. মুজাফফর আহমদ চৌধুরী
সদস্যরা :-
ড. স্বদেশ বসু
ড. মুশাররফ হোসেন
ড. আনিসুজ্জামান
ড. সারওয়ার মুরশিদ

No comments:

Post a Comment